দয়াল গুরু গো তুমি বিনে নাই মোর আপনা
দয়াল গুরু গো তুমি বিনে নাই মোর আপনা।
আমি ঘোর বিপদে পড়লে ডাকি নইলে তুমায় ডাকি না।।
গুরু গো আমি যারে বলি আপন আপন সে তো একদিন হইবে পর রে।
আমায় ঘরের বাহির করে নিলে ঘরে তো আর নিবে না।।
গুরু যারে কৃপা করে আধারঘরে প্রদীপ জ্বলে গো।
ও আমি ভব সাগরে পড়ে গুরু ডুবে যেন মরি না।।
ও গুরু গো তুমি বিনে নাই মোর আপনা।।
সংকলিত
Comments
Post a Comment